দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ধরন্দা গ্রামে একটি বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা সহ লাখ লাখ টাকার আসবাব পত্রের ক্ষতিসাধন হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে নিয়েছে এবং লাখ টাকার আসবাব পত্র উদ্ধার করেছে।ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপরোক্ত গ্রামের খাকছার আলীর ছেলে খাইরুল মনিরুল ও মারফুদুলের বাড়ীতে। নবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শাহাজান মিয়া জানান সকাল ১০টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়। এসময় তারা প্রায় দেড় লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হন। তার ভাষায় সেখানে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। তিনি আরও
জানান খাইরুল ইসলামের ফ্রীজের লাইন থেকে শর্টসাকিটের কারনে ওই
অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এদিকে বাড়ীর মালিক খাইরুল ইসলামের দাবী
অগ্নিকান্ডে তার ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা সহ ইলেক্ট্রনিক সামগ্রী কাপড় আসবাবপত্র সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। তবে তার অপর দুই ভাইয়ের ততটা ক্ষতি হয়নি।
এ জাতীয় আরো খবর ....