কাজী এনায়েত উল্লাহ, রাজশাহীঃ
রাজশাহী জেলার তানোরে গাছ থেকে ঝুলন্ত লাঁশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ মে) উপজেলার সরনজাই ইউনিয়নের তাতীহাটি গ্রাম থেকে এ অজ্ঞাত ব্যাক্তির ঝুলন্ত লাঁশ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত অজ্ঞাত লাঁশ উদ্ধার করা হলেও লাঁশের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি।
তানোর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সরনজাই ইউনিয়নের তাতীহাটি গ্রামের একটি আমবাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাঁশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এমন খবর পাওয়ার সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঁশটি গাছ থেকে নিচে নামান। কিন্তু এলাকার কেউ লাঁশটি শনাক্ত করতে পারছেনা।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, আম বাগানে গাছে গলায় ফাঁস দেয়া লাঁশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় ফোন দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাছ থেকে লাঁশ নামিয়ে থানায় নিয়ে আশা হয়। লাঁশ পোস্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে, পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে কি ভাবে নিহত হয়েছে নাকি হত্যা করে গলায় ফাঁস দিয়ে গাছে টাঙ্গিয়ে রাখা হয়েছে।