সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া জগাইমোড়ে এসিআই গোদরেজ কোম্পানির একটি ভাড়া করা ফিসফিডের গুদামে আগুন লেগে চামাল সহ অন্তত দুই কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।
বুধবার ভোরে ফিসফিডের গুদামে আগুন লাগলে পুলিশ ও স্হানীয়দের সহায়তায় সিরাজগঞ্জ,কামারখন্দ ও বেলকুচি উপজেলার ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিটের ৫ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
গুদামটির মালিক সিরাজগঞ্জ চেম্বারের সাবেক পরিচালক ব্যবসায়ী নুর কায়েম সবুজ জানান,গুদাম সংলগ্ন রাস্তার দক্ষিণে মসজিদে ফজরের নামাজ শেষে বের হয়ে গুদামে আগুনের ধুঁয়া দেখতে পাই। সাথে সাথে মসজিদের মাইকে প্রচার করে আগুন নিভানোর জন্য সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করা হয়। ফায়ার সার্ভিস ও ৯৯৯ টেলিফোন করা হয়। পুলিশ ও স্হানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৫ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে বিশাল গুদামটির অবকাঠামো সহ এসিআই গোদরেজ কোম্পানির ফিডফিশের উৎপাদনের উপকরণ কাঁচামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়,সবকিছু মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় দুইকোটি টাকা। তিনি আরও জানান,বিশাল গুদামটিতে নিরাপত্তার কারণে ইলেকট্রিক সংযোগ ছিল না,অন্য সময়ের চেয়ে গুদামে মালামাল কিছুটা কম ছিল,আগুন লাগার কারণ রহস্যজনক। তদন্ত করে আগুন লাগার কারণ উদঘাটন করার জন্য ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন গুদামের মালিক নুর কায়েম সবুজ।