বহুপ্রতীক্ষিত ঈদের জামাত, করোনা পরবর্তী সময়ে সবাই খোলা মাঠে,ঈদগা ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর অবারিত সবুজের বুকে, বিছানো জায়নামাজে সেজদা দিবে মন খুলে এটাই ছিলো চাওয়া। গত দুই বছর বুকে বুক মেলাতে পারিনি, হাতে হাত মেলাতে পারিনি এ আফসোস ভুলে যাবে সবাই।কিন্তু বাধ সাধল অঝোর ধারার রিমঝিম ঝর্ ঝর্ বৃষ্টি। স্রষ্টা যেন নিজেই আরো কিছুটা সময় অপেক্ষা করতে বললেন । হয়তো এর মাধ্যমে তিনি আমাদেরকে আরো ধৈর্যশীল হতে শিক্ষা দিচ্ছেন।হয়তো এর মধ্যেই আলমডাঙ্গাবাসীর জন্য রহমত/মঙ্গল নিহিত রয়েছে। আসলে স্রষ্টার চাওয়ায় সৃষ্টিকুলের জন্য মঙ্গলজনক।আমাদের উচিত যেকোনো পরিস্থিতিতে, শুকরিয়া আদায় করা,” শোকর আলহামদুলিল্লাহ”।