ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে সুমাইয়া (৮) ও লুবনা (১০) নামের ২ কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পুর্ব মাদলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া ওই গ্রামের আমজাদ মোল্লা ও লুবনা একই গ্রামের লিটন মোল্লার মেয়ে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সুমাইয়া ও লুবনা। গোসল করতে গিয়ে অন্যরা বাড়িতে ফিরে এলেও সুমাইয়া ও লুবনা ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খেঁাজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাদের পেয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্য ঘোষণা করেন।