পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় সরকারি শিশু পরিবার চুয়াডাঙ্গা’র ৬১ জন এতিম শিশুকে ঈদ সালামী ও নতুন জামা উপহার দিয়েছেন মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের এসব এতিম শিশুকে ঈদ সালামী ও নতুন জামা দেন তিনি। পুলিশ সুপার মহোদয় ঈদের নামাজ শেষে ছুটে যান সরকারি শিশু পরিবারে, এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। পুলিশ সুপার মহোদয় কে পবিত্র ঈদের দিন কাছে পেয়ে এতিম শিশুদের মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ে। ঈদের নতুন জামা পেয়ে ছোট ছোট কোমলমতি শিশুরা খুবই আনন্দিত। পুলিশ সুপার বলেন, ‘এই ঈদে এতিম শিশুদের পাশে থাকতে পেরে খুবই ভালো লাগছে। সমাজের প্রতি সকলেরই দায়বদ্ধতা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সকলের দাঁড়ানো উচিত। সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধাবঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেন, তাহলে আমাদের সমাজে সুবিধাবঞ্চিতদের মুখেও হাসি ফোটানো সম্ভব।’
তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ সব বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা চান।