শিশু কিশোরদের বিনোদনের জন্য মুন্সীগঞ্জের শ্রীনগরে ওয়ান্ডারল্যান্ড পার্কের শুভ উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল ৩টার দিকে ঢাকা মাওয়া এ·প্রেসওয়ের পাশে উপজেলার ছনবাড়ীতে এ ওয়ান্ডারল্যান্ড পার্ক শুভ উদ্ধোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী।
ওয়ান্ডারল্যন্ডের উদ্ধোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুন্সীগঞ্জ শিলু রায়, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা নিবার্হী অফিসার প্রণব কুমার ঘোষ। উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ও ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, পাটাভোগ ইউপি চেয়ারম্যান মুন খান, বীরতারা ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, উপজেলা বিএনপি‘র আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, বিকল্প ধারা উপজেলা শাখার সিনিঃ যুগ্ম আহবায়ক আলমগীর কবির, জাহাঙ্গীর আলম নিশি প্রমুখ।
ওয়ান্ডারল্যান্ডের পরিচালক জিএম মোস্তাফিজুর রহমান বলেন, মুন্সীগঞ্জবাসীর বিনোদনের জন্য বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মত আমার নিজ মাতৃভূমি শ্রীনগরে একটি শাখা অপেন করা হল।
এ জাতীয় আরো খবর ....