কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহী নগরীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহমখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হযরত শাহমখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রস্ততি পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রবিবার (১ মে) বিকেলে হযরত শাহমখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন সিটি মেয়র ।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।