দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা কে,সি,প্রাইলট স্কুলের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় কামন আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ এপ্রিল বিকেল ০৫ টায় ঘোড়াঘাট কে,সি,স্কুল প্রাঙ্গনের ওই অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য ১১,দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার শাহানশা, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির,ঘোড়াঘাট পৌর মেয়র আবুস ছাত্তার মিলন,আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা সহ সুধী জন।