রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:)/এসআই মোঃমশিয়ার রহমান,সঙ্গীয় অফিসার এস আই (নি:)/এএসএম সাইদুজ্জামান ও ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৮/০৪/২০২২ তারিখ ১ টা ৩০ মিনিটের সময় বোয়ালিয়া মডেল থানাধীন সপুরা গ্রমস্থ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন শ্রমিক সংঘ হতে ১২ জন জুয়াড়িকে ৫ সেট খোলা তাস ও নগদ ১৫,৮৪০/-টাকাসহ হাতেনাতে আটক করেন। আটককৃতরা হলো ১।মোঃ রুহুল আমিন(৫০),পিতা মৃত ইরফান,২।মোঃ আজাদ আলী(৩৮),পিতা মৃত গোলাম রসুল,উভয় সাং শিরোইল কলোনি,থানা চন্দ্রিমা,৩।মোঃ ইব্রাহীম মোল্লা(৩৮),পিং ইউনূস মোল্লা,সাং শ্রিক্ষণ্ডা,থানা তানোর জেলা রাজশাহী ,বর্তমান সাং শিরোইল, বোয়ালিয়া,৪।মোঃ রহিলদুল ইসলাম সেলিম(৩৬) পিতা মৃত আরিজ উদ্দিন,সাং ছোট বনগ্রাম দক্ষিনপাড়া,৫।মোঃ আকাশ(২১) পিতা মোঃ শামীম,সাং শিরোইল কলোনি,কাচাবাজার সর্ব থানা চন্দ্রিমা,৬। শ্রী বাবু সিং(৪৩),পিতা মৃত নিরেন শিং,সাং ফুদকিপারা,৭।মোঃ কামরুল হাসান(৩৫),পিতা জয়নাল আবেদীন,৮।রনি(২৮) পিতা নুরুল ইসলাম,উভয় সাং কাদিরগঞ্জ দড়িখরবনা,৯।মোঃ সিয়াম মোল্লা(৩১) পিতা মোঃ হাবীবুল্লাহ,সাং হরিসার ডাইং ,১০।মোঃ সোহেল আলম(৩৮),পিতা আ: আজিজ,সাং নওদাপাড়া,রায়পাড়া,উভয় থানা শাহ মূখদম, ১১।মোঃ রুবেল(২৪),পিতা মৃত আবেদ আলী,সাং বহরমপুর(ইয়াদুল ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া), ,১২।মোঃ মহিদুল ইসলাম(২৩) পিতা মোঃ আজিজুল ব্যাপারী,সাং মধ্য শাহবাজ,থানা সুন্দরগঞ্জ,জেলা গাইবান্ধা,বর্তমান সাং শিরোইল কলোনি,(মজিবর এর বাড়ীর ভাড়াটিয়া),থানা চন্দ্রিমা, আর এমপি,রাজশাহী। এ সংক্রান্ত বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী ।