রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:)/এসআই মোঃ রেজাউল হাসান,সঙ্গীয় অফিসার এস আই (নি:)/মোঃ শহিদুল ইসলাম ও ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৫/০৪/২০২২ তারিখ ২২.৫৫ ঘটিকার সময় বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাস টার্মিনাল পূবালী মার্কেট নিচতলা ৩ নং গলির ভাড়াটিয়া মাদক ব্যাবসায়ী রহমানের দোকানের সামনে পায়ে হাত গলি পথের উপর হতে এজাহার নামীয় ১ নং আসামী শাকিল(৫০), পিতা মৃত বছর উদ্দিন, সাংy মুশরইল, থানা চন্দ্রিমা, মহানগর রাজশাহীকে একটি প্লাস্টিকের তৈরি বস্তা সহ ও এজাহার নামীয় ৩ নং আসামী মোঃ রবিন(৩৪),পিতা মোঃ সিদ্দিক,সাং ভদ্রা,থানা চন্দ্রিমা,মহানগর রাজশাহী দয়কে ধৃত করতে পারলেও এজাহার নামীয় পলাতক ২ নং আসামী মাদক ব্যাবসায়ী মোঃ আ:রহমান(৩৬),পিতা মৃত নুরুল হক, সাং শিরোইল স্টেশনপরা পূবালী মার্কেটের পূর্ব দিকে হীরালাল এর ভাড়াটিয়া (তাহার কোন জায়গা জমি,বা বাড়ী ঘর নাই) থান বোয়ালিয়া মডেল মহানগর রাজশাহী রাস্তার উপর একটি প্লাস্টিকের তৈরি বস্তা ফেলে পালিয়ে যায়।ধৃত ১নং আসামী শাকিল এর হেফাজত হতে উদ্ধারকৃত বস্তা তল্লাশি করে ৩৫.৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদয়কে জিজ্ঞাসাবাদে জানায় পলাতক আসামী মোঃ আ:রহমান,এর সাথে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল।উদ্ধারকৃত দেশীয় তৈরি চোলাই মদ এর আনুমানিক মূল্য ৩৫,৬০০/- টাকা। এ সংক্রান্ত বোয়ালিয়া মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী ।