আলমডাঙ্গা উপজেলা ব্রাক অফিসে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো দোয়া ও ইফতার মাহফিল। এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার চারচার বার নিবার্চিত মেয়র হাসান কাদির গনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আলমডাঙ্গা থানা মোঃ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক কাজি রবিউল হক, এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকা ব্যবস্হাপক (দাবি) জনাব শুভ্র কান্তি ঘোষ,
এলাকা ব্যবস্হাপক (প্রগতি) মধুসদন সরকার, শাখা ব্যবস্হাপক (দাবি) আলমগির হোসেন,শাখা ব্যবস্হাপক( বি সি ইউ পি) রিটন পাল,সহ-শাখা ব্যবস্হাপক (দাবি) আবুল কালাম সরদার, উপজেলা হিসাব ব্যবস্হাপক আলো সাহা সহ এলকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। দেশ ও জাতির কল্যান কমনায় দোয়া ও মাননীয় এমপি (চুয়াডাঙ্গা -১) সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন একচেঞ্জ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হারিজ মাহামুদ।