“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ।
পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি চা বাগান অধ্যুষিত উপজেলা। এ উপজেলায় বসবাসরত জনসংখ্যার বড় একটি অংশ চা শ্রমিক। বিশেষ করে চা শ্রমিক ও তাদের সন্তানেরা পুষ্টি শূন্যতায় ভোগে। তারা বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় চা শ্রমিকদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার। কারণ চা শ্রমিক এবং তাদের সন্তানেরা পুষ্টি শূন্যতায় নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাই বক্তারা সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও’কে চা শ্রমিক ও হাওর অঞ্চলের দরিদ্র মানুষদের জন্য পুষ্টি নিয়ে কাজ করার আহ্বান জানান।