মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল)বেলা সাড়ে ১১টায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে”সঠিক পুস্টিতে সুস্থ জীবন”এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আদনান সাকিল এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,সহকারী কমিশনার (ভূমি) ব্যারিষ্টার সজিব আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রানী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমির কুমার বসাক,রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক খান বারী ,বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিল,ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন,শিক্ষক সমিতির সভাপতি আমজাদ মাস্টার, শ্রীনগর থানা ওসি(অপারেশন)কৃষিবিদ পুস্পেন দেবনাথ প্রমুখ।
এ জাতীয় আরো খবর ....