শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা সদরে ১৩ টি, শ্রীমঙ্গলে ৫ ও রাজনগরে ১টিসহ মোট ১৯ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মৌলভীবাজার জেলায় ১৩ হাজার ৩শ ৭২ জন পরীক্ষার্থী আবদেন করে ৯ হাজার ২ শত ৬৯ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্র গুলোতে পর্যাপ্ত ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে প্রবেশ পথে হ্যান্ড মেটাল ডিটেক্টর ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আর্চওয়ে গেইট স্থাপন করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োজিত ছিলো।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জেলা সদরের ১৩ টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়াও পরীক্ষা কেন্দ্রেগুলোর সার্বিক নিরাপত্তা তদারকিতে নিয়োজিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা বিশেষ শাখা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম (পিপিএম)।