নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নে পবিত্র রমজানুল উপলক্ষ্যে ইফতার ও দোয়ার অনুষ্ঠান হয়েছে। কলোড়া ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ ৮ নং কলোড়া ইউনিয়ন শাখার আয়োজনে শুক্রবার ( ২২ এপ্রিল) বিকালে কলোড়া ইউনিয়ন পরিষদ( আগদিয়া) মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়ার অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস, আওয়ামী লীগ নেতা বিপ্লব হোসেন বিশ্বাস( বিলো), কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাহার বিশ্বাস, সাধারণ সম্পাদক নাজমুল মোল্যা, কলোড়া ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি জহুরলুর হক, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য মীনা মাহমুদুল হাসান তাপস, ওলামা লীগের সভাপতি আবু কালম আজাদ, যুবলীগ নেতা মোঃ দিপু শেখ প্রমুখ।
সার্বিক ভাবে সহযোগিতা করেন কলোড়া ইউনিয়ন ছাত্র লীগ,যুবলীগ, কৃষক লীগ, মৎসজীবি লীগ, ওলামা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সকল তৃনমূলের নেতাকর্মী।