সিরাজগঞ্জের সদরে অভিনব প্রতারণার অভিযোগে বাটার শো-রুমে ৩০ হাজার টাকা ও প্রাণ ব্যান্ডের নকল আইস্ক্রিম বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সাড়ে ১২ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার সদর উপজেলায় বাটার শো-রুমে ১হাজার ৪৯৯ টাকার বাটা জুতার স্টিকারের উপর ১হাজার ৭৯৯ টাকা, এবং ১ হাজার ৩৯৯ টাকার জুতার স্টিকারের উপর ১ হাজার ৪৯৯ টাকা বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে,
এদিকে প্রাণ ব্যান্ডের নকল আইস্ক্রিম বিক্রির দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন বলে তিনি জানায়।