মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাছের গাড়ী গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে শহরের হবিগঞ্জ রোডে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাড়ীর চালক ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার গৌরীপুর গ্রামের সুজন মিয়া (৩৫) বলে জানা যায়।
জানা যায়, ময়মনসিংহ জেলা শহর থেকে মাছ নিয়ে একটি পিক আপ ভ্যান শ্রীমঙ্গল শহরের প্রবেশ মুখে ঘটনাস্থলে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কদমগাছের সাথে ধাক্কা লেগে গাড়ীর চালক ঘটনাস্থলেই নিহত হন। এসময় চালকের সাথে থাকা একই এলাকার আরও একজন গুরুতর জখম হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।