চট্টগ্রামের বাঁশখালীতে ২০২১-২২ অর্থবছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরমেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা বিধান কান্তি দত্ত, কলিমুল্লাহ, মোহসেন প্রমূখ।
উল্লেখ্য, এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৩০০ জন কৃষক/কৃষাণীদের মধ্যে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।