র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
ভিকটিম হৃদয় শেখ ও তার খালাতো ভাই মিঠু তাদের বাড়ির সামনে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে। আসামীরা তাদের দোকান থেকে চা-সিগারেট কেনাকাটা করত। সে সুবাদে আসামী হৃদয় শেখ এর নিকট ভিকটিমের খালাতো ভাই মিঠু ৩০০/- টাকা পাওনা হয়। গত ২০ এপ্রিল ২০২২ তারিখ উক্ত মিঠু তার পাওনা টাকা আসামী হৃদয় শেখ এর নিকট চায়। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় একই তারিখ ১৬.১৫ ঘটিকার সময় খুলনা জেলার রুপসা থানাধীন বাঘমারা এলাকায় মিঠুর চায়ের দোকানের সামনে আসামী হৃদয় শেখ সহ ১৫/১৬ জন আসামীরা এসে ভিকটিম হৃদয় শেখ ও মিঠুদ্বয়কে মারপিট শুরু করে। তখন আসামী হৃদয় শেখ ধারালো চাকু দিয়ে ভিকটিম হৃদয় শেখের বুকের মধ্যে আঘাত করে। পরবর্তীতে ভিকটিম হৃদয় শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে রুপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
৩। এরই ধারাবাহিকতায় অদ্য ২১ এপ্রিল ২০২২ তারিখ র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, চাঞ্চল্যকর “হৃদয় শেখÓ হত্যা মামলার এজাহারভুক্ত আাসমীরা খুলনা জেলার রুপসা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি খুলনা জেলার রুপসা থানাধীন রুপসা ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে “হৃদয় শেখÓ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আাসমী ১। মোঃ রিয়াদ হোসেন তন্ময়(২২), পিতা-মোঃ শহিদুল ইসলাম শেখ, ২। মোঃ ইমরান আলী(২০), পিতা-গহরআলী মীর, উভয় সাং-বাগমাড়া, থানা-রুপসা, জেলা-খুলনাদ্ধয়কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত ঘটনার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে। উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িত অন্যান্য আসামীদের’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্ধয়’কে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।