মোঃ উজ্জ্বল আহমেদ…
বানিয়াচং উপজেলার ১২ সুজাতপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চালের ডিলার শাহিন মিয়া (৬০) রাতের আধারে বস্তা বদল করে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৮০ বস্তা চাল পাচার করার সময় চাল বুঝাইকৃত ট্রলি চালকসহ আটক করে পুলিশ।
দুপুর ১ টার সময় হবিগঞ্জ শহরে আলম বাজারে বানিয়াচং উপজেলা এসি ল্যান্ড ইফফাত আরা জামান উর্মি পুলিশদের সাথে নিয়ে ৮০ বস্তা চাল বুঝাই ট্রলিসহ চালককে আটক করেন। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা চাল চুরিতে সহযোগী চৌকিদার বেলু মিয়া পালিয়ে যায় ।
আটককৃত ট্রলি চালক সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামের বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে মোঃ মজিবুল (২৫) । এ বিষয়ে খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার শাহিন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই চাল তার না কোথা থেকে আসছে তাও তিনি জানেন না।
জানা যায়, বানিয়াচং উপজেলার ১২ নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামের বাসিন্দা আদিল মিয়ার ছেলে শাহিন মিয়া প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির চাল এর ডিলার নিয়ে তা সাধারণ মানুষের কাছে বিক্রয় না করে অধিক মুনাফার আশায় খোলা বাজারে বিক্রয় করে দেয়।
এরই ধারাবাহিকতায় ১১ এপ্রিল গভীর রাতে ৫০ কেজি ওজনের ৮০ বস্তা সরকারি চাল,সরকারি বস্তা পরিবর্তন করে বাজারে পাওয়া যায় এমন বস্তায় ভরে পরের দিন সকালে চৌকিদার বেলু মিয়াকে দিয়ে ট্রলি করে হবিগঞ্জ শহরে পাঠায় বিক্রয় করার জন্য। ওই সময় শহরের আলম বাজারে পূর্ব থেকে খবর পেয়ে অপেক্ষমান এসিলেন্ট ইফফাত আরা জামান উর্মি ও পুলিশ সদস্যরা তাদের আটক করে ।