মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কৃষক/কৃষানীর প্রশিক্ষণ ও পানিকচু মাঠ পরিদর্শন দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে ও বীরতারা ইউনিয়নে পৃথক ভাবে এ দুইটি কর্মসূচির আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দুই(০২)ব্যাচে বিভিন্ন ইউনিয়নে মোট ৬০জন কৃষক/কৃষাণীকে গোল আলু,মিস্টি আলু,পানিকচু,লতী কচু,মুখী কচু এসব ফসল উৎপাদন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণও প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী’র সভাপতিত্বে প্রশিক্ষণে ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ খুরশীদ আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা কৃষি সম্প্রসারণ অফিসার এ বিএম ওয়াহিদুর রহমান সহ কৃষি অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।প্রশিক্ষণ শেষে কৃষকদের সম্মানীভাতা,সনদ প্রদানসহ ফসল উৎপাদনে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।