সামাজিক সুরক্ষা কর্মসূচির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করণে, দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক ও কারিগরি সহযোগিতাই এবং ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে মাঠ পর্যায়ে সদস্যদের দক্ষতা ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ২০-০৪-২০২২ তারিখে সকাল ১০টার সময় এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে তাদের ন্যায্য অধিকার, বাল্যবিবাহ রোধ, বিভিন্ন প্রকার ভাতা, নাগরিক সচেতনতা, দুর্নীতি রোধ, জনমত সৃষ্টির বিভিন্ন রকম কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ দেন প্রোগ্রাম অফিসার মোঃ মহিদুল ইসলাম । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূর। আরো উপস্থিত ছিলেন শ্রী দেবেন্দ্রনাথ বাবুলাল সহ-সভাপতি লোকমোর্চা, আলমডাঙ্গা। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী নির্মল দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন শেখ শফিউজ্জামান, আমিরুল ইসলাম জয়, মনিরুজ্জামান, আব্দুর রাজ্জাকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে সদস্যদের মতামত গ্রহণ করা হয় এবং কোনরকম কাজে বাধা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে সভাপতিকে অবহিত করার জন্য বলা হয়।