1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

ঝিনাইদহ-যশোর হাইওয়ে রাস্তার চুটলিয়া মোড়ে ব্যাপক জানজট, বিপাকে চলাচলকারীরা

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১০৩ বার নিউজটি পড়া হয়েছে

ঝিনাইদহ-যশোর হাইওয়ে রাস্তার চুটলিয়া মোড়ে দু’শতাধীক ট্রাক রাস্তার উপরে পার্কিং করে তেল মবেল বদল করছে ট্রাক চালকরা। এতে যানজট বেড়ে গিয়ে বিপাকে পড়ছেন চলাচলকারীরা। ১৯ই এপ্রিল মঙ্গলবার ইফতারের পূর্ব মুহুর্ত থেকে রাত সাড়ে ৯টা অর্থাৎ এখবর লেখার সময় পর্যন্ত যানজট চলমান ছিল। প্রতিনিয়ত এই যানজটের কারনে সমুহ দুর্ঘটনা ঘটতে পারে মর্মে আশংকা করছেন চলাচলকারীরা। তারা সাংবাদিকদের মাধ্যমে অনতিবিলম্বে ঝিনাইদহ-যশোর হাইওয়ে রাস্তার চুটলিয়া মোড়ের যানজট নিরোসনে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে জোর দাবী করেছেন। এবিষয়ে কালীগঞ্জ বারবাজারের হাইওয়ে পুলিশের দ্বায়িত্ব বলে গা বঁাচান ঝিনাইদহ হাইওয়ের ওসি বজলুর রহমান। আবার ঝিনাইদহ ট্রাফিক ইনেসপেক্টর (টিআই) সালাউদ্দিন সদর থানার ওসিকে অবহিত করবেন বলে সাংবাদিকেদের আশ্বস্ত করেন। অবশেষ ৯৯৯ ফোন করার পরেও ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার ও তদন্ত অফিসারকে পাওয়া যাচ্ছেনা বলে ৯৯৯ কর্তৃপক্ষ জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel