আসাদুজ্জামান রাজু, জেলা প্রতিনিধিঃ বরগুনা…
বরগুনার সদর উপজেলার নলী মাইঠা মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম বারের মতো সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন,৯নং এম বালিয়াতলী ইউনিয়নের অভিভাবক ও সুযোগ্য চেয়ারম্যান এ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির,এতে বিদ্যালয়ের সকল ছাএ ও অভিভাবক, শিক্ষকবৃন্দ সকলেই আনন্দিত,এমন একজন উদ্যোমী, কর্মঠ ন্যায়নিষ্ঠাবান সভাপতি যার বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিবেশ অনেক উন্নতি হবে বলে আশা করেন শিক্ষক ও অভিভাকবৃন্দ।চেয়ারম্যান সাহেব সবসময় বিদ্যালয়ের উন্নতি,সকল ধরনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করে যাবে,এবং সবসময় শিক্ষক ও ছাএদের পাশে থাকবেন এবং তাদের উন্নয়নে কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করছেন,চৌমুহনী বাজার থেকে নলী মাইঠা স্কুলে যাবার রাস্তাটার অবস্থা খুবই খারাপ,শুধু সভাপতি হিসেবে নয় এম বালিয়াতলী ইউনিয়নের অভিভাবক হিসেবে তার কাছে সকল জনগনের অনুরোধ যাতে খুব তারাতারি রাস্তাটা মেরামত করা হয়।