সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমের নাটক সাজিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রেমিকা পরিচয়দানকারী হাওয়া খাতুনের বিরুদ্ধে।
ভুক্তভোগী রুবেলের পরিবারের পক্ষ থেকে জানাগেছে, উপজেলার বেলতৈল ইউনিয়নের চরকাদাই গ্রামের ওসমান গনির মেয়ে দশম শ্রেণির ছাত্রী হাওয়া খাতুন হঠাতই গত ৪ মার্চ রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের আলফু প্রামানিকের ছেলে রুবেল প্রামানিকের সাথে বিয়ের দাবিতে বাড়ীতে উঠে পড়ে।
এতে রুবেলের পরিবার চরম বিব্রতকর অবস্থায় পড়ে যায়। অথচ, রুবেলের সাথে হাওয়া খাতুনের কোন পুর্ব প্রেমের সম্পর্কই নাই। রুবেলের মা রুবি খাতুন বলেন,, আমার ছেলেকে ওই মেয়ে পছন্দ করতো। কিন্তু আমার ছেলে ওই মেয়েকে পছন্দ করতো না। আমার ছেলে ওই মেয়েকে পছন্দ করে না বলে জানিয়ে দেওয়ার পর ওই মেয়ে রাগান্বিত হয়ে বিয়ের দাবিতে ৪ মার্চ রাতে আমাদের বাড়ীতে উঠে আসে৷ পরে, মেয়ের বাবা ওসমান গনি এসে মেয়েকে নিয়ে যায়। পরেরদিন সকালে ওই মেয়ে আবার আমাদের বাড়ীতে উঠে আসে।
এর এক পর্যায়ে মেয়েটা অসুস্থ হয়ে পড়লে তাকে কয়েকজন হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে, মেয়ের বাবা ওসমান গনি বাদি হয়ে আমাদের বিরুদ্ধে মারপিটের মিথ্যা মামলা দায়ের করে৷
মামলা করেই ক্ষান্ত হয়নি৷ আমার স্বামী আলফু প্রামানিককে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর আহত করে,
এ বিষয়ে আমি নিজে বাদী হয়ে, আদালত একটা মামলা দায়ের করেছি। ওরা প্রভাবশালী হওয়ায় আমরা খুব আতংকের মধ্যে রয়েছি,
আমরা এর সুষ্ঠু বিচার চাই।