কিশোরগঞ্জের তাড়াইলে ঘরের উঠানে শুকাতে দেওয়া ধান ঢাকতে গিয়ে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলঙ্কা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলঙ্কা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৬) ও তার মেয়ে ইয়াসমিন বেগম (৩৮)।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জয়নাল আবেদীন জানান, ভোরে বৃষ্টি শুরু হলে মা ও মেয়ে উঠোনে শুকাতে দেওয়া ধান ঢাকতে ঘর থেকে বের হন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ জাতীয় আরো খবর ....