আসাদুজ্জামান রাজু,জেলা প্রতিনিধিঃ বরগুনা
বরগুনার কৃষকদের উপর কোন রকম জুলুম অবিচার মেনে নেওয়া হবে না বলেছেন ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির, বরগুনা জেলার সর্বদক্ষিণে অবস্থিত ৯নং এম বালিয়াতলী ইউনিয়ন ও ১০নং নলটোনা ইউনিয়ন, এই ইউনিয়ন দুইটি তরমুজ চাষের জন্য বিখ্যাত,প্রতিবছরের ন্যায় এবছরও কৃষকরা শত শত এককর জমিতে তরমুজ চাষ করছে বিগত বছরগুলোর চেয়ে এবছর কৃষকরা বেশি তরমুজ চাষে উৎসাহী, কারন গত বছর ফলনভালো হয়েছিল কিন্তু তরমুজ কৃষকদের উপর একদল চাঁদা বাজ দূর্নীতি বাজরা জুলুম করে চাঁদা আদায় করত,চাঁদা না দিলে পাইকাররা তরমুজ ক্রয় করতে পারতো না, কিন্তু এবছর ইউনিয়ন চেয়ারম্যান নতুন হওয়ায় কৃষকরা কিছুটা স্বস্তি ফিরে চেয়েছে,তবে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে এবছর ফলন ভালো আবহাওয়া অনুকূল থাকলে কৃষকরা লাভবান হবেন,
তারা আরো বলেন এবছরে কোন তৃতীয় পক্ষ তাদের কাছে চাঁদা দাবি করতে পারবে না এ ব্যাপারে চেয়ারম্যান এ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির তাদেরকে আস্বস্ত করছে,এবং চেয়ারম্যান সাহেব নিজেই নাকি তরমুজ ক্ষেত পর্যবেক্ষণ করেন,৯নং এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললে তিনি জানিয়েছেন এবছর ফলন অনেক ভালো মানুষ কৃষির দিকে বেশি ঝুকেছে,আবহাওয়া অনুকূল থাকলে কৃষকরা লাভবান হবেন,তিনি আরো বলছেন আমি সবসময় কৃষকদের পাশে আছি,বিগত বছরগুলোর মতো এবছর তরমুজ নিয়ে কেউ চাঁদা বাজি করতে পারবে না আর চাঁদা বাজি করতে দেওয়া হবে না পাইকাররা নির্ভয়ে তরমুজ ক্রয় করতে পারবেন।