উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ।।
বাহুবলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আনোয়ার নামে এক ব্যক্তিতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বে ৫নং লামাতাসী ইউনিয়নের তগলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার শিমুলিয়াম গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ আনোয়ার মিয়াকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ সময় তার ট্রাক্টরটি জব্দ করে স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহ আবিদ মিয়ার জিম্মায় রাখা হয়।