শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর, পশ্চিম কুমড়ী পাড়া সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ১২০ একর আবাদি জমির ধানের ক্ষেত, গাছ- পালা সহ বিভিন্ন সবজির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, জিহান জিগ জ্যাগ এর দুইটি ইট ভাটার বিষাক্ত ধোয়ার কারণে তাদের আবাদি ফসল আজ হুমকির মুখে। কৃষকদের মাথার ঘাম পায়ে ফেলানোর কষ্টের ফসল বিলিন হয়ে গেছে ইট ভাটার বিষাক্ত ধোয়ায়।
আজ ১৭ এপ্রিল রবিবার দুপুর ১ টায়,
খবর পেয়ে কৃষকের নষ্ট হওয়া ধানের জমি পরিদর্শন করেন জেলা কৃষি কর্মকর্তার উপপরিচালক
ড. মোহিত কুমার দে,
তিনি জানান, কৃষকের অভিযোগ ইট ভাটা বন্ধ করার জন্য যে ধোয়া বের হয়েছে তা থেকে ধানের এই চিটা হওয়ার প্রধান কারণ। কেন ধানের এমন অবস্থা হলো তা বিজ্ঞানীদের সাথে পরামর্শ করে জানা যাবে।
তবে কৃষকের সেচ দেওয়ার পরামর্শ দেন এই কৃষি কর্মকর্তা।
তিনি আরো জানান প্রাকৃতিক কারণেও যদি এমন হয় তাও কৃষক আংশিক ক্ষতিপূরণ পাবে।
যদি ইট ভাটার বিষাক্ত ধোয়ার কারণে ধানের ক্ষতি হয়ে থাকে তাহলে ইট ভাটা এই এলাকা থেকে সরানোর জন্য জেলা প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানানো হবে।