এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:)/এসআই মোঃ রেজাউল হাসান,সঙ্গীয় অফিসার এস আই (নি:)/মোঃ মহাফুজুর রহমান ও ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৫/০৪/২০২২ তারিখ ২২.৫৫ ঘটিকার সময় বিমান বন্দর থানাধিন মহানন্দাখালি মধ্যপাড়া গ্রমাস্থ বিশ্বাস হোমিও হল নামক ঔষধের দোকানের ভিতর হতে ১। মোঃ তাহেরুল ইসলাম ওরফে টিটন(৫৫),পিতা মৃত তোজাম্মেল হোসেন,সাং মহানন্দাখালি,মধ্যপাড়া,থানা বিমানবন্দর মহানগর,রাজশাহীকে ২০২(দুই শত দুই) বোতল ওজন(২০২×৩০)=৬০৬০ এমএল বা ৬.০৬ লিটার অ্যালকোহলসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে,উল্লেখিত জব্দকৃত মাদক দ্রব্য অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবত অ্যালকোহল এর ব্যাবসা করে আসছিল। উদ্ধারকৃত আলকালোল এর আনুমানিক মূল্য ৪০,৪০০/-(চল্লিশ হাজার চার শত) টাকা। এ সংক্রান্ত বিমানবন্দর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী ।