ঝিনাইদহ সদরের ঘোড়ামারা-বিজয়পুর সড়ক নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এলাকাবাসী বলছেন, তিন কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই উঠে যাচ্ছে পিচ। আর হাত দিয়েই তুলে ফেলা যাচ্ছে সড়কের পিচ ও খোয়া। এলাকার মানুষের দাবি, এসব অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্বে দ্রুত ব্যবস্থা নেয়া হোক। সেই সঙ্গে সড়কটি আবারও সংস্কার করা হোক। এক সপ্তাহ আগে শেষ হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা থেকে বিজয়পুর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ। কিন্তু এক সপ্তাহের মধ্যে হাত দিয়ে উঠানো যাচ্ছে সেই পিচ। এলাকাবাসী বলছেন, নিম্নমানের কাজের কারণে সড়কের পিচ ও খোয়া উঠে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। তাদের আরও অভিযোগ, নিয়ম অনুযায়ী কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার করে প্রাইম কোট দিয়ে পিচ ঢালাইয়ের কাজ হওয়ার কথা। কিন্তু তা না করে রাতের অঁাধারে গাছের পাতা ও ময়লার ওপরই নিম্মমানের বিটুমিন দিয়ে ঢালাই দিয়েছেন ঠিকাদার ফিরোজ । অনিয়মের বিষয় তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে জনপ্রতিনিধিরাও এদিকে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জানান, কোথাও ত্রুটি হলে মেরামত করে দেবেন। এ বিষয়ে ঝিনাইদহ উপজেলা আহসান হাবিব প্রকৌশলী জানালেন, বিষটি তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে। এদিকে এই রাস্তা নির্মাণ কাজে ছয় মাসেরও বেশি সময় নিয়েছিলো বলেও অভিযোগ রয়েছে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।