গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্এী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল তাদের সরকারের মেয়াদে সমাজের তৃনমূল পর্যায়ের অবহেলিত জনগোষ্ঠী প্রতিবন্ধি ও অটিজম ব্যক্তিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে এই সরকারের মেয়াদে প্রতিবন্ধী ও অটিজম ব্যক্তিরা তাদের মাথা গোজার ঠাই পেয়েছে একদিকে যেমন সকল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার আওতায় আনা হচ্ছে তেমনি তাদেরকে শিক্ষা ভাতা দেওয়া হচ্ছে, অপরদিকে তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সমাজের মূলশ্রোত ধারায় ফিরে আসতে পারে,সমাজের মূলশ্রোত ধারায় ফিরিয়ে আনার জন্য বর্তমানে সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশ ৬৪টি জেলায় ৩৯ উপজেলায় মোট ১০৩ টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র খোলা হয়েছে,২০১০ সাল থেকে প্রথমে পরীক্ষা মুলক ৫টি সেবা কেন্দ্র নিয়ে যাএা শুরু করেন,এবং ৩০ মোবাইল থেরাপি ভ্যান চালু করা হয়েছে।
পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় এই সেবা কেন্দ্র চালু করা হবে,এরই ধারাবাহিকতায় বরগুনা জেলায় দুইটি সেবা কেন্দ্র খোলা হয়,১ টি বরগুনা সদর,অপরটি পাথরঘাটা উপজেলায়, এই সেবা কেন্দ্রের মাধ্যমে বরগুনা ও পাথরঘাটা উপজেলার প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুকিতে থাকা ব্যক্তিরা বিভিন্ন রকম থেরাপিউটিক সেবা পাচ্ছে, সেবা কেন্দ্রের জনবল অত্যন্ত ধৈর্যশীল মনোভাব নিয়ে রোগিদের সেবা দিয়ে আসছে,এই সকল সেবা কেন্দ্রে একটি করে অটিজম কর্নার খোলা হয়েছে, নিমোক্ত সেবাগুলো এই সেবা কেন্দ্র থেকে দেওয়া হয়।১.ফিজিওথেরাপি ২.অকুপেশনাল থেরাপি ৩.স্পিচ এ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ৪.দৃষ্টি মাএা নির্নয় ৫.শ্রবন মাএা নির্নয় ৬.বাত ব্যাথ্যা ৭.হাটু ব্যাথ্যা ৮.কোমর ব্যাথ্যা ৯.স্টোক ১০.প্যারালাইসিস।
এবং এসব সেবা কেন্দ্র থেকে বিভিন্ন রকম সহায়ক উপকরণ বিনামূল্যে বিতরন করা হয়।অত্যন্ত অভিন্ন ও দক্ষ ডাক্তার ও মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা এই সেবা কেন্দ্র পরিচালিত হচ্ছে, বরগুনা ও পাথরঘাটা উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধীতার ঝুকিতে থাকা ব্যক্তিরা এই সেবা কেন্দ্রে সেবা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করছেন,সরকারের কাছে তাদের দাবি যাতে বরগুনা জেলার প্রতিটি উপজেলায় অতিসত্বর এই সেবা কেন্দ্র চালু করা হয়,এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের জোর দাবি যাতে ২০১৪ সালের ২ রা এপ্রিল ঘোষিত প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর আলোর মুখ দেখে।প্রতি শনিবার-বুধবার পর্যন্ত সকাল ৯-বিকাল৫ টা পর্যন্ত এই সেবা কেন্দ্র থেকে সেবা নেওয়া যাবে।