দিনাজপুরের নবাবগঞ্জে ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য ফাঁদ পেতে রাখা বিদ্যুতের তারের স্পর্শে রুবি টপ্য(৫০) নামে এক
আদিবাসীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে উপজেলার ভাদুরিয়া
হিন্দুপাড়া গ্রামের মৃত শুক্কা টপ্যর ছেলে।জানা যায় ভাদুরিয়া ইউনিয়নের সাবেক
ইউ,পি চেয়ারম্যান মোকছেদ আলীর ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার
দিয়ে রাখা হয়। ওই জমিতে রবিবার ১৬ এপ্রিল সকাল ৮টার দিকে রুবি টপ্য বিদ্যুত স্পর্শ হয়ে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিলেন।
এ জাতীয় আরো খবর ....