দিনাজপুরের নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের হওয়া সত্বেও পরিচয় গোপন করে মুসলিম পরিচয়ে প্রতরণার মাধ্যমে বিয়ের প্রলোলভনে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে একটি মামলা হয়েছে। গত ১৫ এপ্রিল ভুক্তভোগী ওই মহিলা(২৬) নিজেই বাদী হয়ে থানায় ওই মামলাটি দায়ের করেছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় নবাবগঞ্জ উপজেলা সদরের রামপুর বাজারের শ্রী পরিমল চন্দ্রের ছেলে শ্রী নিলয় চন্দ্র মহন্ত ওরফে শাওনের(২০) নবাবগঞ্জ বাজারে শাওন ফ্যাশন এন্ড
গার্মেন্টস নামে একটি কাপড়ের দোকান রয়েছে। প্রায় ৬ মাস পূর্বে তার দোকানে কাপড় কিনতে গিয়ে ওই মহিলার পরিচয় হয়। এর পর প্রেম তারপর নানা কৌশলে তোলে শারীরিক সম্পর্ক। এরই ধারাবাহিকতায় গত ১৫ এপ্রিল রাতে নিরয় চন্দ্র মহন্ত ওরফে শাওন ওই মহিলার ঘরে যায় এবং তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই রাতেই ৪ টার দিকে শাওণ ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় মহিলার বাড়ীর লোকজনের
হাতে আটক হয়। পরে থানা পুলিশকে অবগতি করলে পুলিশ আটকৃত শাওনকে হেফাজতে নিয়ে আসে। ওই দিনই ভুক্তভোগী মহিলা বাদী হয়ে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী অফিসার এস আই আকতারুল করিম জানান ভুক্তভোগী মহিলার দায়ের করা মামলায় অভিযুক্ত নিলয় চন্দ্র মহন্ত ওরফে শাওনকে
গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গত শনিবার ভূক্তভোগীর ডাক্তারী পরিক্ষাও করা হয়েছে।
এ জাতীয় আরো খবর ....