নড়াইল সদর উপজেলার ১নং মাইজপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোট্ট একটি গ্রাম কালুখালী,আর আমাদের এই গ্রামে যত দল মত থাকুক তবুও একটাই মসজিদ,এটা গ্রামের ঠিক মাঝখানে একতলা এবং দেখতে বেশ সুন্দর,এখানে গ্রামের সবাই নামাজের জন্য আসে আর এখানে কোনো ভেদাভেদ নেই সবাই যেন এক। ভেতরটা ট্যালি দ্বারা বেষ্টিত খুব সুন্দর দেখতে এখানে প্রায় ৪০০ মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারে,প্রতি বছরই এখানে গ্রামের সবাই মিলে পুরো রমজান জুড়ে ইফতারির আয়োজন করে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি, প্রতিদিন ইফতারির আয়োজন করা হচ্ছে গ্রামের সব রোজাদার একসাথে এখানে এসে ইফতার সম্পন্ন করে তারপর মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে যাই,পরিবেশটা খুব সুন্দর,আমাদের মাঠ নেই তাই মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়,না দেখলে বোঝা দায়,একদিন আসুননা ঘুরে দেখতে,ছোট্ট গরিব গ্রাম হলেও আল্লাহ আমাদের দিয়ে যতটুকু করিয়েছে ততোটুকুই করেছি আরো কাজ চলছে “সবার ইফতারির দাওয়াত রইলো।
সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে বিলম্বে নয়: সাহল (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছা.) বলেছেন, যতদিন লোকেরা তাড়াতাড়ি (সূর্যাস্তের সাথে সাথে) ইফতার করবে; ততদিন তারা কল্যাণের উপর থাকবে। দেৱীহ বুখারী, যা/১৯৫৭; হীহ মুসলিম, /১০৯৮)। সূত্র : বাংলাদেশ আবহাওয়া বিভাগ
বি.দ্র. রামাযানের শুরু এবং শেষ চন্দ্রোদয়ের উপর নির্ভরশীল
যাহাবায যামাউ ওয়াতাল্লাতিল উরূকু ওয়া ছাবাতাল আজরু ইনশা-আল্লাহ অর্থ : পিপাসা দূরীভূত হলো ও শিরাগুলো সঞ্জীবিত হলো এবং আল্লাহ চাহেন তো পুরস্কার ওয়াজিব হলো