রাশিয়ার সামরিক অভিযানের কারণে নির্ধারিত সময়ে কাতার বিশ্বকাপের প্লে অফ ম্যাচ এখনো খেলতে পারেনি ইউক্রেন। ১ জুন প্লে অফ ম্যাচ খেলতে গ্লাসগোতে নামবে ইউক্রেন-স্কটল্যান্ড।
গত মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে নামার কথা ছিল ইউক্রেনের। তবে ফিফা জানিয়েছে, আবারো ইউক্রেন ফুটবল দল মাঠে ফিরছে। এই ম্যাচের বিজয়ী দল ৫ জুন কার্ডিফে ওয়েলসের বিপক্ষে খেলবে।
ইউক্রেনের ফুটবল অ্যাসোসিয়েশনের একটি আবেদন মঞ্জুর করে ফিফা প্লে-অফ ম্যাচের নতুন তারিখ নির্ধারণ করেছে। কার্ডিফে হতে যাওয়া ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। একই সঙ্গে বি গ্রুপে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের সঙ্গী হবে।