নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী পশ্চিম পাড়া গ্রামে সরকারি খাল দখল করে নিচ্ছে মৃত আলী ওসমানের ছেলে প্রভাবশালী তরিকুল ইসলাম।
কুলশ্রী সরকারি লাউলের (লাল বিল খাল ) দখলকারী তরিকুল ইসলাম কুলশ্রী পশ্চিম পাড়া গ্রামের মৃত আলী ওসমানের ছেলে
নাম বলতে অনিচ্ছুক ,এলাকাবাসী অনেকেই জানান ,এই লাউলের খাল দিয়ে বর্ষাকালে পুড়া গ্রামের পানি চলাচল করে এবং ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আমার যাতায়াত করি এই খাল দিয়ে।
কিন্তু এই বছর প্রভাবশালী তরিকুল ইসলাম সরকারি খালটি নিজ দখল করে নিয়ে পুকুরের পাড় বেঁধে দিয়েছে।
কুলশ্রী পশ্চিম পাড়া পুড়া গ্রামের পানি চলাচল বন্ধ করে,
নিজের স্বার্থে হাসিলের জন্য সরকারি খালটি দখল করে পুকুরের পাড় বাঁধার কারণে
এলাকার জনসাধারণের দুর্ভোগের শেষ থাকবে না বর্ষার মৌসুমে। এখন বাগানে পরিণত
নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী পশ্চিম পাড়া গ্রামে সরকারি খাল দখল করে নিচ্ছে মৃত আলী ওসমানের ছেলে প্রভাবশালী তরিকুল ইসলাম।
কুলশ্রী সরকারি লাউলের (লাল বিল খাল ) দখলকারী তরিকুল ইসলাম কুলশ্রী পশ্চিম পাড়া গ্রামের মৃত আলী ওসমানের ছেলে
নাম বলতে অনিচ্ছুক ,এলাকাবাসী অনেকেই জানান ,এই লাউলের খাল দিয়ে বর্ষাকালে পুড়া গ্রামের পানি চলাচল করে এবং ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আমার যাতায়াত করি এই খাল দিয়ে।
কিন্তু এই বছর প্রভাবশালী তরিকুল ইসলাম সরকারি খালটি নিজ দখল করে নিয়ে পুকুরের পাড় বেঁধে দিয়েছে।
কুলশ্রী পশ্চিম পাড়া পুড়া গ্রামের পানি চলাচল বন্ধ করে,
নিজের স্বার্থে হাসিলের জন্য সরকারি খালটি দখল করে পুকুরের পাড় বাঁধার কারণে
এলাকার জনসাধারণের দুর্ভোগের শেষ থাকবে না বর্ষার মৌসুমে।
তাই এলাকাবাসী জোর দাবি জানায় , আটপাড়া উপজেলা ভূমি কর্মকর্তা এবং প্রশাসন যেন ,লাউলের খাল,( লাল বিল খালটি) প্রভাবশালীদের হাত থেকে মুক্ত করে, জনসাধারণের কষ্ট দুর করার জন্য দাবি জানায়।
এ বিষয়ে দখলকারী তরিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, সরকারি লাউলের খাল আমি একা দখল করিনি, আরো অনেকেই দখল করেছে, সবাই ছেড়ে দিলে আমিও ছেড়ে দেবো।
সুখারী ইউনিয়নের ভূমি অফিসের নায়েব রানা মিয়া বলেন, লাউলের খাল দখলের খবর পেয়েছি, আগামি কালকে যাব ,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা গ্রহণ করব।