হলদিয়া ইউনিয়নে নদীশাসন প্রকল্পের প্রাথমিক কাজ চলছে, বিভিন্ন পয়েন্টে
হলদিয়া ইউনিয়নে নদীশাসন প্রকল্পের প্রাথমিক কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ(বস্তার) কাজ হলেও গোবিন্দ পুর মরহুম কাইয়ুম মেম্বারের বাড়ির সামনে ১০ নং পয়েন্টে এখনও কোন বস্তা পরেনি।কারণপূর্বক জানা যাচ্ছে উর্ধতন কর্মকর্তার কারসাজির কারণে সেখানে কাজ শুরু হতে দেরি হচ্ছে। গোবিন্দ পুর গ্রামবাসী উক্ত পয়েন্টে দ্রুত কাজ দেখতে চায়।আর সেটা দ্রুত সম্ভব না হলে পুরো গোবিন্দ পুর গ্রাম এবারের বন্যায় ভাঙ্গনের শিকার হতে পারে। গোবিন্দ পুর গ্রামবাসী উক্ত পয়েন্টে দ্রুত কাজ দেখতে চায়।আর সেটা দ্রুত সম্ভব না হলে পুরো গোবিন্দ পুর গ্রাম এবারের বন্যায় ভাঙ্গনের শিকার হতে পারে।