নোয়াখালী চাটখিলে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় দাতা আহমেদ হোসেন সোহাগ এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন চাঁদাবাজের অভিযোগ পাওয়া গেছে।এই বিষয় বিদ্যালয়ের অর্ধশতাধিকের উপরে অভিভাবক গন গণস্বাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোমবার দুপুরে তার দাতা সদস্য পদ বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ করেন। অভিযোগে জানা যায় বিদ্যালয়ের নব্য দাতা আহমেদ হোসেন সোহাগ স্বাধীনতার সূবর্নজয়ন্তী মহান ২৬ শে মার্চ উপলক্ষে বিদ্যালয়ে কতৃক আয়োজিত অনুষ্ঠানে ডেকোরেশনের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে।এছাড়া তার বিরুদ্ধে স্থানীয় ভাবে বিভিন্নভাবে চাঁদাবাজির ও বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য যে এই নেতা এসব অপকর্ম করার পিছনে অনেক নেতার নাম বিক্রি করে চলে।আসা করছি অচিরেই ঐসব নেতার নাম প্রকাশ হয়ে যাবে। অন্যদিকে আহমেদ হোসেন সোহাগ চাটখিল উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান থাকাকালীন সময়ে এই প্রতিষ্ঠানের ৪৯ লক্ষ ৪০ টাকা আত্মসাৎ করার অভিযোগে দীর্ঘদিন কারাগারে থেকে জামিনে মুক্তি নিয়ে বেরিয়ে আসে।দুর্নীতির ঐ মামলা বর্তমান বিচারাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে একাধিক অভিভাবক স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও শিক্ষক বৃন্দ ঘটনা নাটি সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে নব্য দাতা ও স্থানীয় আওয়ামীলীগ নেতা
আহমেদ হোসেন সোহাগের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি অভিযোগের কথা স্বীকার করে বলেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।