রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:) মোঃ মশিয়ার রহমান সঙ্গিয় অফিসার এস আই (নি:)/এ এস এম সাইদুজ্জামান ও ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং ১১/০৪/২০২২ তারিখ ১৭.১৫ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানাধীন মনি চত্ত্বর সাকিনস্থ এ, পি চাউল ভান্ডারের সামনে পায়ে হাঁটা গলি পথের উপর হতে ১।মোঃ রাজিব হোসেন(২৮), পিতা মোঃ রাশিদুল ইসলাম, মাতা মোসা: রোজিনা বেগম, সাং বায়া বারুইপাড়া(হিমালয় কোল্ড স্টোরেজের উত্তর পার্শ্বে), থানা বিমানবন্দর, ২। মোঃ আফজাল হোসেন(৩৭), পিতা মোঃ রেজাউল করিম, মাতা মোসা:রাশেদা বিবি, সাং বোয়ালিয়া, পো: হাট দামনাশ,থানা বাগমারা, জেলা রাজশাহী, এ/পি সাং নামোভদ্রা মোড়(হাসির বাড়ীর ভাড়াটিয়া) ৩। মোঃহৃদয় ইসলাম ওরফে গেল(২৭), পিতা মোঃ রমজান, মাতা মোসা:দিলারা বেগম,সাং শিরোইল কাচাবাজার,উভয় থানা বোয়ালিয়া, ৪। মোঃ রাজিব(৩৫), পিতা মোঃ মোকসেদ আলী, মাতা মোসা:রাবিয়া বেগম, এ/পি বাজে কাজলা,মুক্তির বাড়ী,থানা মতিহার, সর্ব মহানগর রাজশাহীগণকে (৬০+৭০+৩৫+৩৫) মোট ২০০ (দুই শত)পিচ,ওজন ২০(কুড়ি)গ্রাম, কমলা রং এর নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীগণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা জানায় যে, উক্ত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য আনু: ৬০,০০০/-টাকা।চন্দ্রিমা থানাধীন শিরোইল রেলওয়ে কলোনী সাকিনস্থ মাদক ব্যাবসায়ী মোঃ শাহীন আহমেদ (২৭), পিতা মৃত আবুল কাসেম, মাতা মোসা: শাহানা বেগম, সাং শিরোইল রেলওয়ে কলোনী, থানা চন্দ্রিমা, আরএমপি, রাজশাহীকে তার বসত বাড়ীর সামনে হতে ৫০ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য ১৫,০০০/-টাকা গাঁজার মূল্য ২,০০০/- টাকা। এ সংক্রান্ত বোয়ালিয়া মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী ।