মঙ্গলবার ১২ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর কর্ম এলাকা মাজদিহি চা বাগানের একটি ইসিডি ( Early Childhood Development) সেন্টার পরিদর্শন করেন। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
“আলোয় আলো প্রকল্প” -ব্রেকিং দ্য সাইলেন্স এর স্থানীয় ইনচার্জ এবং প্রকল্প সমন্বয়ক চাঁদনী রায় অতিথিবৃন্দের অবগতির জন্য প্রকল্পের সার সংক্ষেপ উপস্থাপন করেন। এই ইসিডি সেন্টারে ৩-৫ বছর বয়সী শিশুদেরকে বিভিন্ন ছড়া, খেলা, নাচ ও গানের মাধ্যমে তাদের মনোদৈহিক বিকাশ ঘটানো হয় এবং বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুত করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সেন্টারের শিশু, সেন্টারের শিক্ষিকা এবং শিশুদের মায়ের সাথে কথা বলেন এবং শিশুদের তাৎক্ষনিক উপস্থাপনায় মুগ্ধ হন। ২০১৯ সাল থেকে দাতা সংস্থা চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এবং স্পেনভিত্তিক সংস্থা এডুকো এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স শ্রীমঙ্গল উপজেলার ৫টি চা বাগান ও হাইল হাওরে “আলোয় আলো” প্রকল্পের আওতায় ৩-৫ বছর বয়সী শিশুদের মনো-দৈহিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষে শিশু এবং তার পরিবারকে একটি সমন্বিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে।