চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ফুটবল মাঠপাড়ার রিফতা হোসেন(৮) নামের
এক স্কুল ছাত্র ক্রিকেট খেলার সময় পাশর্^বর্তী নির্মানাধীন বাড়ীর প্রাচীর
ধসে নিহত হয়েছে। ঘটনাটি বুধবার দুপুরের দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায়
জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জীবননগর উপজেলার উথলী ফুটবল মাঠপাড়ার রিপন আলী ওরফে ফন্টু মিয়ার ছেলে
রিফাত হোসেন দ্বিতীয় শ্রেনীর ছাত্র। রিফাত হোসেন বুধবার দুপুর সাড়ে ১২
টার দিকে তার কয়েকজন বন্ধুর সাথে প্রতিবেশী শান্তি মিয়া নির্মানাধীন
বাড়ীর পাশের্^ ফাঁকা স্থানে ক্রিকেট খেলা করছিল। ওই সময় ক্রিকেটের একটি
বল নির্মানাধীন বাড়ীর ভিতরে চলে যায়। রিফাত হোসেন প্রাচীর টপকিয়ে বলটি
আনতে গেলে প্রাচীর ভেঙ্গে তার গায়ের পড়লে মারাত্মক ভাবে আহত হয়। এ সময়
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) স্বপন কুমার দাস বলেন,ঘটনাটি একটি
দুর্ঘটনা হওয়ায় এবং পরিবারের মৃত্যুর ব্যাপারে কোন আপত্তি না থাকায় বিনা
ময়না তদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।