রাজশাহী মহানগরীতে পুলিশের কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ পরিদর্শক (নি:) মোঃ আসিফ ইকবাল সঙ্গীয় অফিসার এস আই (নি:) মোঃ শাকিল হুদা জনি ও ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং ১১/০৪/২০২২ তারিখ ১.১৫ ঘটিকায় রাজপাড়া থানাধীন সিটি হাট রোড, সিলিন্ডা বাঁশের আড্ডা সাকিনস্থ আরিশা টাইলস এন্ড স্যানিটারি নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অবস্থান গ্রহণ করেন।সোর্সের দেওয়া বর্ণনা অনুযায়ী একটি হলুদ ও নীল রঙের মিনি ট্রাক আসতে দেখলে মামলার বাদী উক্ত ট্রাকটিকে সিগন্যাল দিয়ে থামায় এবং ট্রাকের ড্রাইভার ও হেলপার ১। মোঃ রুবেল মিয়া(৩৩), পিতা মৃত তৌহিদ মিয়া, সাং দেবনগর,থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ, ২।মোঃ সেলিম মিয়া(৪৭) পিতা মৃত আফজাল শরীফ, সাং আলমপুর(শওকত এর বাড়ীর ভারতীয়), থানাঃ মংলা বাজার,মহানগর, সিলেট, ৩। মোঃ আব্দুল কাইয়ুম ওরফে পাতা মিয়া(২৫), পিতা মৃত তমজেদ আলী,সাং কিসমত মাইজরাগ,থানা গোপালগঞ্জ, জেলা সিলেটদের আটক করেন। সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে একপর্যায়ে ট্রাকের কেবিনের মধ্যে সেকেন্ড মিটারের পায়ের কাছে থাকা একটি সাদা রং এর প্লাস্টিকের তৈরি বস্তার মধ্যে খাকি রঙের কস টেপ দ্বারা মোড়ানো ০৫টি পোটলায় মোট ১০(দশ) নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনা গাজা বাহির করিয়া দেয়া মতে উদ্ধার করেন।ধৃত আসামীদের আরও জিজ্ঞাসাবাদে জানায় যে, তাহারা পরস্পর যোগসাজশে সিলেট হতে উক্ত মাদকদ্রব্য গাঁজা অবৈধ উপায়ে সংগ্রহ করিয়া মাদক বহন কাজে ট্রাকে করিয়া আনিয়া এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আবুল কাসেম(৪৮), পিতা মৃত আ: গণি, সাং বসুয়া(মান্নানের বাড়ীর ভাড়াটিয়া),থানা রাজপাড়া, মহানগর রাজশাহী এর নিকট পৌঁছিয়ে দেয়ার জন্য এসেছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মুল্য ২,০০,০০০/-(দুই লক্ষ্)টাকা। এ সংক্রান্ত রাজপাড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী ।