১১ এপ্রিল সোমবার সকাল১১.৩০ মিনিটে শেরপুর সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়নের ভিমগন্জ বাজারে ইসলামী ব্যাংক এর ভিমগন্জ বাজার শাখা শুভ উদ্ধোধন করা হয়েছে।
ইসলামী ব্যাংক ভিমগন্জ শাখা উদ্ধোধন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মু্ক্তিযোদ্ধা,মাননীয় হুইপ জাতিয় সংসদ সদস্য মোঃআতিউর রহমান আতিক এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,হুইপ কন্যা গরীবের ডা: মোছাঃশারমীন রহমান অমি,
শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান,মোঃরফিকুল ইসলাম,
১২ নং কামারিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, এ কে এম নুরুল আমীন( ছানা).
১২ নং কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান,
উক্ত উদ্ধোধন সভার সভাপণ্ডিত করেন,ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ইসলামী ব্যাংক লিমিটেড মোঃমোসলেহ উদ্দিন শেরপুর জেলা শাখার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক এর অনন্য কর্মকর্তা, ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং অএ এলাকার গর্নমান্য ও সাধরণ ব্যাক্তি বর্গ।
সর্বশেষে ফিতাকেটে ও দোয়ার মধ্যো দিয়ে সমাপ্ত করা হয়।