রাজশাহীর তাহেরপুর ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষ গুলো প্রতি নিয়ত হচ্ছে হয়রানীর শিকার। ভুক্তভোগীদের অভিযোগ, দালাল ছাড়া নায়েব বিজন কুমার কারো সাথে কথা বলেন না।
সম্প্রতি সরকারি এই দপ্তরটিতে সেবা নিতে আসা ভূক্তভোগিরা দালাল শামীম কর্তৃক বার বার হেনস্তার শিকার হয়ে অবশেষে লিখিত অভিযোগ করেছেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে সরকারি এই দপ্তটিতে গিয়ে দেখা যায়, দপ্তটির একটি কক্ষে চেয়ারে বসে, অফিস ষ্টাফের ন্যায় দাপ্তরিক কাজ করছেন দালাল শামিম। তাকে অনিয়মের বিষয়ে জিজ্ঞেসা করলে তিনি বলেন, এব্যাপারে কর্তাবাবুর সঙ্গে কথা বলেন। পরে বাবুর সঙ্গে কথা বলতে চাইলে কর্তাবাবু কথা বলেন নি।