হবিগঞ্জের লাখাইয়ে বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের জনৈক ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত শিক্ষক মুমিনুল হককে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৮ এপ্রিল) র্যাব -৯ এর সিপিসি ১ এর একটি দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকা থেকে মুমিনুল হককে গ্রেফতার করে ।
গত ২৩ মার্চ ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় লাখাই থানায় মামলা রুজু হলে আত্মগোপনে চলে যান শিক্ষক মুমিনুল হক। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন বলে স্বীকারোক্তি প্রদান করেছেন মুমিনুল।
জানা যায়, শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী লাখাই উপজেলার বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী । ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুমিনুল হক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেছেন একাধিকবার ।
গত ১৬ মার্চ সকালে স্কুলের প্রাত্যহিক সমাবেশ ( অ্যাসেম্বলি ) শুরু হলে ওই ছাত্রী অসুস্থতা বোধ করায় সমাবেশে না গিয়ে স্কুল ভবনের তৃতীয় তলায় শ্রেণিকক্ষে বসেছিলেন ।
এ সময় সহকারী শিক্ষক মোঃ মুমিনুল হক ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন । ওই সময় বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন এবং আয়া গৌড়ী সেখানে গেলে মুমিনুল তড়িঘড়ি নিচে নেমে আসেন ।
পরবর্তীকালে তিনি আবারও গিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন । তখন ওই ছাত্রী চিৎকার শুরু করলে মুমিনুল তার মুখ চেপে ধরেন ।তার চিৎকারে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো . আব্দুল করিমসহ কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে মুমিনুল ওই ছাত্রীকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন ।
ঘটনা জানাজানি হওয়ার পর ওই ছাত্রী আত্মহত্যারও চেষ্টা করে বলে দাবি করেন তার বাবা । এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত ও তার বিচারের দাবিতে হবিগঞ্জ – লাখাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ভিকটিমের বাবা বাদী হয়ে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উক্ত শিক্ষককে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন । উক্ত ঘটনা প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়ায় প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । ফলশ্রুতিতে র্যাব -৯ সিপিসি -১ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি আসামী গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে ।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদ ও স্থানীয় সোর্সের সহায়তায় জানা যায় যে , আসামি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে । এমন সংবাদের ভিত্তিতে , র্যাব -১১ সিপিসি -১ , নারায়ণগঞ্জ এর সহযোগিতায় র্যাব -৯ , সিপিসি -১ এর একটি আভিযানিক দল ৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা থেকে মুমিনুল হককে গ্রেফতার করে।
এ জাতীয় আরো খবর ....