রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে, অতি; উপ পুলিশ কমিশনার(ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে সার্বিক পুলিশ পরিদর্শক (নি:) মোঃ আবুল কালাম আজাদ সঙ্গিয় অফিসার এস আই(নি;) মোঃ নুরুননবী হোসেন ও ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৭/০৪/২০২২ তারিখ ৪ টা ২০ মিনিটের সময় রাজপাড়া থানাধীন হড়গ্রাম নিউ মার্কেটস্থ সুমাইয়া এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে উপস্থিত হয়ে স্বাক্ষীদের সম্মুখে দোকানের মালিক মোঃ আব্দুল হামিদ খান সুজন(৪৩), পিতা মৃত মোঃ আলী খান, মাতা হানুফা বেগম, গ্রাম মহিষবাথান, পূর্বপাড়া,থানা রাজপাড়া,মহানগর, রাজশাহীকে আটক করেন । আটককৃত উক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় বিভিন্ন প্রকার ভেজালযুক্ত পানীয় ও ফ্রুট সিরাপ বিক্রয় করে বলে স্বীকার করেন। সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যাক্তির দোকানে থাকা ৪৮ কার্টুন ডবল হর্স মাশরুম ফিলিংস সহ মোট-১১৫২ টি প্লাস্টিকের বোতল ,৪৮ কার্টুন টাচ ফ্রুট সিরাপ (মিক্সড) ২০১৬ টি প্লাস্টিকের বোতল, ৪ কার্টুনে নেহা ফ্রুট সিরাপ ৯৬( ছিয়ানব্বই) টি প্লাস্টিকের বোতল উদ্ধার করে, মোট বোতলের পরিমান ৩২৬৪ টি,যাহার মূল্য ২,১৭,৯২০/- টাকা। গ্রেফতারকৃত আসামীকে স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে আরও স্বীকার করে যে,সে জব্দকৃত ভেজালযুক্ত ফ্রুট সিরাপগুলো মোঃ বেলাল,জেলা রাজশাহীর মাধ্যমে প্রস্তুতকারক মোঃ রাজ আহমেদ রনি, থানা+জেলা পাবনা এর নিকট থেকে সংগ্রহ পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং আরও বলে যে,সে দীর্ঘদিন যাবত নিজে ভেজালযুক্ত পানীয় ও যৌণ উত্তেজক ফ্রুট সিরাপ জেনেও একই ধরনের ফ্রুট সিরাপ অধিক মুনাফা লাভের আশায় মোঃ বেলালের মাধ্যমে সংগ্রহ করে বিক্রয় করেন ।এবং বেলাল উক্ত ভেজালযুক্ত ফ্রুট সিরাপ পাবনায় অবস্থিত মোঃ রাজ আহমেদ রনি এর কারখানা থেকে সংগ্রহ করে তার নিকট বিক্রয় করেন। এ সংক্রান্ত রাজপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী ।