” বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব” এই শ্লোগানে আজ অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মেলন ২০২২।সকাল ১০:৩০ এ কোরআন তেলাওয়াত (করেন জাফর জুয়েল ) ও গৌতম কুমার পালের গীতা পাঠের মাধ্যমে আলমডাঙ্গা সরকারি কলেজে হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠুর সভাপতিত্বে এবং শামীম রেজার সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান আলি, আহবায়ক, বাংলাদেশ শিক্ষা গবেষণা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এয়াকুব আলী মাস্টার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাহবুবুল ইসলাম সেলিম সদস্য-সচিব বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ চুয়াডাঙ্গা জেলা ও এ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা ।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর আদর্শকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারলেই, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। তসলিম ফিরোজ বলেন নামসর্বস্ব নয়, পদ সর্বস্ব নয়, কাজে বিশ্বাসী হতে পরলেই প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা সম্ভব। আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আলমডাঙ্গা উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।সভাপতি হিসেবে দায়িত্বভার তুলে দেয়া হয় আলমডাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সারওয়ার মিঠুকে, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান শামীম রেজা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মহিলা কলেজের প্রভাষক শফিউল হক মিল্টন