নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের আড়পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ৪ জনকে
কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।শুক্রবার ( ৮ এপ্রিল) দুপুরে
মিনা হিলন হোসেন( ৩২)রনি ( ২৮),মিনা মিলন হোসেন ( ৫৫) ও মিনা হাসিব(২১) কে পূর্ব পরিকল্পিত ভাবে আড়পাড়া উত্তর পাড়ায় চাতালে যাওয়ার পথিমধ্যে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। মারপিটের এক পর্যায়ে স্থানীয়রা দৌড়ে এসে তাদের উদ্ধার করে গুরুত্ব আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।। মারাত্মক ভাবে কুপিয়ে জখম করা মিনা হিলন হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।প্রত্যক্ষ্যদর্শী ফয়সাল বলেন, আউবআলীর ছেলে রবিউল,রজিবুল , সজিবুল সহ তার মা নুরজাহান দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মক ভাবে কুপিয়ে জখম করেছে। এর এই কাজে সম্পূর্ণ রুপে সহযোগিতা করেছে পান্না বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস। মিনা হাসিব বলেন,কোন কিছু বুঝে উঠার আগেই আমাদের উপর হামলা চালায়৷ সেই সাথে আমাদের নিকট থাকা ৩লাখ ১৮ হাজার টাকার ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
নড়াইল সদর থানার ওসি শহকত কবীর বলেন, ঘটনা শুনেছি৷ এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।